Site icon Jamuna Television

ইরাকের একই গ্যাসক্ষেত্রে তৃতীয় দফায় ছোড়া হলো শক্তিশালী রকেট

ইরাকের একটি গ্যাসক্ষেত্রে ৭২ ঘণ্টার মধ্যে তৃতীয় দফা শক্তিশালী রকেট ছোড়া হলো। শনিবার (২৫ জুন) কদর কারাম জেলায় হয় হামলাটি।

কর্তৃপক্ষ জানায়, সেটি আধা-স্বায়ত্তশাসিত এবং কুর্দি অধ্যুষিত অঞ্চল। সেখানকার ‘খোর মোর’ গ্যাস উত্তোলন কেন্দ্র লক্ষ্য করে ছোড়া হয় কাতিউশা রকেট। মূল কমপ্লেক্সের ১৬শ ফুট দূরে রকেটটি পড়ে। তবে কেউ হতাহত হননি, ভবনগুলোও রয়েছে অক্ষত। এখনও কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ ঘটনার দায় স্বীকার করেনি। তবে জঙ্গি সংগঠন আইএসের দিকেই সন্দেহের তীর।

এসব এলাকায় বিদেশি প্রতিষ্ঠানগুলোর পরিচালিত জ্বালানি ক্ষেত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার মূল লক্ষ্যবস্তু। এর আগে বৃহস্পতি ও শুক্রবারও সেখানে হামলা চালানো হয়।

/এডব্লিউ

Exit mobile version