Site icon Jamuna Television

বিয়ের ১৫ মিনিটের মাথায় তালাক!

Dubai, UAE

বিয়ে করার ১৫ মিনিটের মধ্যে স্ত্রীকে তালাক দিলেন বর। কনের বাবা তাকে অপমান করেছে এমনটা মনে হওয়ায় এই বিবাহ বিচ্ছেদ করেন বর। আর এ ঘটনা ঘটেছে দুবাইতে।

সংবাদ মাধ্যেম সূত্রে জানা যায়, পরিবারের সদস্য ও বন্ধুবান্ধব নিয়ে এই পাত্র-পাত্রী শরীয়া অফিসে গিয়ে বিয়ে করেন। কাবিন নামায় স্বাক্ষরও করেন। এর পরপরই কনের বাবা তার কাছে বিয়ে বাবদ খরচের টাকা চান। কারণ বিয়ের খরচ বাবদ মেয়ের বাবাকে ২২ লাখ টাকা দেয়ার কথা ছিলো এরমধ্যে ১১ লাখ টাকা দিয়েছিলো বর। কিন্তু কনের বাবা এখনই বাকি ১১ লাখ টাকা দাবি করেন। বর জানায়, ভবনের বাইরে গাড়িতে টাকাগুলো আছে। একজনকে পাঠিয়ে টাকা আনিয়ে দিচ্ছেন। কিন্তু কনের বাবা চাপাচাপি করেন। এতে বর ক্ষুব্ধ হয়ে সাথে সাথে স্ত্রীকে তালাক দেন।

তবে দুবাইতে এটাই সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিয়ে বিচ্ছেদের ঘটনা নয় এর আগে এক কনে নিজের চাকরির জন্য এরও কম সময়ের মধ্যে বিয়ে বিচ্ছেদ করেছিলো।

Exit mobile version