Site icon Jamuna Television

পদ্মা সেতু উন্মুক্তের প্রথম দিনেই বরিশাল থেকে সাড়ে তিন ঘণ্টায় ঢাকায়

যান চলাচলের জন্য রোববার (২৬ জুন) সকাল ছয়টায় উন্মুক্ত করে দেয়া হয়েছে পদ্মা সেতু। ভোর থেকে এ সেতু দিয়ে সব ধরনের যান চলাচল শুরু করে। আগে নদী পার হতে যে সময় লাগতো কমপক্ষে দেড় থেকে দুই ঘণ্টা, এখন সাত-আট মিনিটেই সেতু পার হওয়া যাচ্ছে। গাড়িতে সেতু পার হওয়ার উচ্ছ্বাস সবার চোখে-মুখে।

এদিকে, রোববার ভোর ছয়টার দিকে বরিশাল শহরের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা বিআরটিসির একটি বাস ঢাকায় পৌঁছেছে মাত্র সাড়ে তিন ঘণ্টায়। তাতে বেশ উচ্ছ্বাসিত বাসটির যাত্রীরা। তারা জানিয়েছেন, বাসটি ছাড়ার আগে মিলাদ হয়। এরপর যাত্রীদের মিষ্টিমুখ করিয়ে বাস ছাড়ে।

যাত্রীরা আরও জানায়, বাসটি জাজিরা প্রান্তে পৌঁছায় সকাল পৌনে নয়টার একটু আগে। আর পদ্মা সেতু পার হতে সময় লাগে সাড়ে ৫ থেকে ৬ মিনিট।

উল্লেখ্য, ঢাকা থেকে মাওয়া হয়ে বরিশালের দূরত্ব ১৬০ কিলোমিটারের মতো।

সেতুতে গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ষাট কিলোমিটার হলেও প্রথম দিনে গাড়ির গতি এর চেয়ে কিছুটা ধীর ছিল। সেতু পার হতে হতে সবাই মন ভরে দেখছিলেন স্বপ্নের পদ্মা সেতু। স্মরণ করছিলেন নদী পার হতে আগের দীর্ঘ অপেক্ষার দিনগুলো। এদিন প্রমত্তা পদ্মাও ছিল শান্ত। মেঘের ভেলা ঘুরছিল সেতুর আকাশে।

/এমএন

Exit mobile version