Site icon Jamuna Television

ইউরোপ ছেড়ে আমেরিকায় যাচ্ছেন বেল

ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল লস অ্যাঞ্জেলেস এফসিতে যোগ দিচ্ছেন গ্যারেথ বেল। ইউরোস্পোর্ট, স্কাই স্পোর্টস’সহ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে এই খবর।

লস অ্যাঞ্জেলেস এফসি এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তবে টুইটে গ্যারেথ বেল বলেছেন, লস অ্যাঞ্জেলেস, শীঘ্রই দেখা হচ্ছে। বেলের টুইটটি রিটুইটও করেছে এলএএফসি।

আপাতত ১ বছরের চুক্তিতে ক্লাবটিতে নাম লেখাচ্ছেন এই ওয়েলশ তারকা। ৯ বছর রিয়াল মাদ্রিদে কাটিয়ে গেল মৌসুমে লস ব্লাঙ্কোসদের সাথে চুক্তি শেষ হয় ওয়েলশ অধিনায়কের। দেশের হয়ে নভেম্বরে কাতার বিশ্বকাপের আগে শতভাগ প্রস্তুত থাকতে বেল বেছে নেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার। গুঞ্জন ছিল, বেল যেতে পারেন সাবেক ক্লাব টটেনহ্যাম কিংবা দেশের ক্লাব কার্ডিফ সিটিতে। বিবিসি বলছে, শনিবার (২৫ জুন) বেলের এজেন্ট নিশ্চিত করেছেন লস অ্যাঞ্জেলেসের সাথে তার চুক্তির কথা।

আরও পড়ুন: মেসির হাত ধরে পিএসজির আয় ৭শ’ মিলিয়ন ইউরো

/এম ই

Exit mobile version