Site icon Jamuna Television

অর্থ আত্মসাৎ: পদ্মা অয়েলের সাবেক এমডি গ্রেফতার

রাষ্ট্রীয় তেল বিপণন কোম্পানি পদ্মা অয়েলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল খায়েরকে অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। আজ বৃহস্পতিবার সকালে গুলশানের বাসা থেকে আবুল খায়েরকে গ্রেফতার করা হয়।

গত ৬ এপ্রিল চট্টগ্রামের সদরঘাট থানায় করা তিন কোটি আট লাখ ৫২ হাজার টাকা আত্মসাতের দুটি মামলায় আবুল খায়ের আসামি।

রাষ্ট্রীয় আরেক তেল বিপণন কোম্পানি যমুনা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দুই সপ্তাহ আগে অবসরোত্তর ছুটিতে গেছেন আবুল খায়ের। যে ঘটনায় মামলা হয়েছে, তখন তিনি পদ্মার এমডি ছিলেন।

মামলা দুটির বাদি দুদকের সহকারী পরিচালক সিরাজুল হক নিজেই অভিযোগের তদন্ত করছেন। আবুল খায়েরসহ মোট সাতজনকে ওই দুই মামলায় আসামি করা হয়েছে।

এর মধ্যে একটি মামলায় পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের অধীনে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ‘জেট ফুয়েল হাইড্রেন্ট লাইন’ নির্মাণ প্রকল্পের ২ কোটি ৭৫ লাখ ৮৪ হাজার ৬২২ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে।

অন্য মামলাটি করা হয়েছে খুলনার দৌলতপুরে তিনতলা অফিস ভবন নির্মাণ কাজে ৩২ লাখ ৬৭ হাজার ৯৬১ টাকা আত্মসাতের অভিযোগে।

/কিউএস

Exit mobile version