Site icon Jamuna Television

গাড়ির কাগজ পরীক্ষার সময় চুরি হয়ে গেলো পুলিশের মোবাইল

আনন্দবাজার পত্রিকার ইলাস্ট্রেশন।

রাস্তায় গাড়ির কাগজ পরীক্ষা করছিলেন এক পুলিশ কর্মকর্তা। কিন্তু কাগজপত্র পরীক্ষার ফাঁকে ওই পুলিশের মোবাইল চুরি করে পালিয়েছে একজন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়ার একটি থানায় এমনই অভিযোগ করেছেন এক পুলিশ সদস্য।

ওই পুলিশ কর্মকর্তা বলছেন, বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ৮টার দিকে গাড়ি তল্লাশি করছিলেন তিনি। সেই সময় তার পকেট থেকে কেউ মোবাইলটি চুরি করে নিয়ে যায়। ওই মুহূর্তে যাদের গাড়ি তল্লাশি করছিলেন, তাদেনর কেউই মোবাইলটি চুরি করেছে বলে অভিযোগ তার।

ঘটনাটি লক্ষ করার সাথে সাথে স্পেশাল অপারেশন গ্রুপকে জানান তিনি। তারা জানায়, পাশের একটি গ্রামেই ফোনটির লোকেশন। সাথে সাথে ওই গ্রামের দিকে ধাওয়া করলেও কিছুক্ষণের মধ্যেই ফোনটি বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তা তদন্ত করে তার মোবাইল ফোনটি উদ্ধার করার আবেদন জানিয়েছেন সংশ্লিষ্টদের কাছে। খবর আনন্দবাজার পত্রিকার।

/এডব্লিউ

Exit mobile version