Site icon Jamuna Television

পদ্মা সেতুতে ৮ ঘণ্টায় ৮২ লাখ টাকা টোল আদায়

পদ্মা সেতুতে প্রথম ৮ ঘণ্টায় ৮২ লাখ ১৯ হাজার ৫০ টাকা টোল আদায় করা হয়েছে। শনিবার (২৬ জুন) সকাল ৬টায় যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয় এ সেতু।

এরমধ্যে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল আদায় হয় ৩৫ লাখ ২৯ হাজার ৫০০ টাকা। আর মাওয়া প্রান্তে ৪৬ লাখ ৮৯ হাজার ৫৫০ টাকা টোল আদায় হয়। একই সময়ে দুই প্রান্তে গাড়ি যাতায়াত করে ১৫ হাজার ২০০টি।

এদিকে, জাজিরা প্রান্ত থেকে গণপরিবহন, পণ্যবাহী ট্রাকের চেয়ে বেশি প্রবেশ করেছে প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ মোটরসাইকেল।

গতকাল শনিবার বহুল প্রতিক্ষীত পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এমএন

Exit mobile version