Site icon Jamuna Television

চসিকের বাজেট ঘোষণা; সবচেয়ে বেশি নজর জলাবদ্ধতা নিরসন প্রকল্পে

নগর উন্নয়নে ১১ পরিকল্পনা হাতে নিয়ে নতুন অর্থবছরে বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। ২ হাজার ১৬১ কোটি টাকার বাজেটে চসিকের সবচেয়ে বেশি নজর জলাবদ্ধতা নিরসন প্রকল্পে।

রোববার (২৬ জুন) দুপুরে বাজেট উপস্থাপন করেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। চসিকের আয় বৃদ্ধিতে রাখা হয়েছে আয় বর্ধক প্রকল্প। শতাধিক গৃহহীন পরিবারের জন্য থাকছে আবাসন ব্যবস্থা। প্রকৌশল বিভাগের কাজের অগ্রগতির জন্য কেনা হবে ৪৩০ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি।

এদিকে, বিদায়ী অর্থ বছরের বাজেটের ৪৯ শতাংশ বাস্তবায়ন করতে পেরেছে চসিকের প্রকৌশল বিভাগ। এ জন্য করোনাকে দায়ী করা হলেও এবারের বাজেট বাস্তবায়ন যোগ্য বলে মনে করেন কর্মকর্তারা।

/এমএন

Exit mobile version