Site icon Jamuna Television

দুই রাইদা বাসের অসুস্থ প্রতিযোগিতা, আঙ্গুল কাটা পড়লো চালকের

রাজধানীতে একই রুটের বাস চালকের মধ্যকার অসুস্থ প্রতিযোগিতা যেন নৈমিত্তিক ঘটনা। বেপরোয়া চালকদের জন্য যাত্রীদের প্রায়ই ভোগান্তির শিকার হতে হয়। এমন ঘটনায় প্রাণহানির ঘটনা কম হয়নি। এমনকি নিরাপদ সড়ক আন্দোলনের মতো ঘটনার সূত্রপাত হয়েছিল। তবু কমেনি অসুস্থ এই চর্চা। এবার রাজধানীর নর্দায় রাইদা পরিবহনের দুটি বাসের মধ্যে অসুস্থ প্রতিযোগিতায় আঙ্গুল কেটে ঝুলে পড়েছে এক চালকের।

রোববার (২৬ জুন) রাত ১০টার দিকে বাস দুটি একটি আরেকটিকে ওভারটেক করতে গেলে বামপাশে থাকা বাস চালকের আঙ্গুল কেটে যায়। পরে যাত্রীরা চালকের হাতে কাপড় বেঁধে দিয়ে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। এরপর যাত্রীদের নামিয়ে দিয়ে হেলপার আহত ড্রাইভারকে নিয়ে চলে যায়। চালকের আসনে তখন হেলপার।

এ ঘটনায় বাসের যাত্রীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেও কিছুক্ষণ পর যে যার পথে চলে যান। ব্যস্ত নগরজীবনে এই ভোগান্তি তারা নিয়তি বলেই মেনে নিয়েছেন যেন।

ছবি: সংগৃহীত

ইউএইচ/

Exit mobile version