Site icon Jamuna Television

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুইজনের মৃত্যু

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক মারা গেছেন। রোববার (২৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এর আগে সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মো. আলমগীর হোসেন (২২) ও মো. ফজলু (২১)। ঢাকা মেডিক্যাল কলেজের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এই তথ্য নিশ্চিত করেন।

সোমবার (২৭ জুন) থেকে পদ্মা সেতুতে অনির্দিষ্টকালের জন্য মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এদিন ভোর ৬টা থেকে এ সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

রোববার রাতে সেতু বিভাগ এ নির্দেশনা দিয়েছে। তথ্য অধিদফতর থেকে গণমাধ্যমে প্রচারের জন্য পাঠানো এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

https://www.youtube.com/watch?v=iDW58RP7GO0

/এনএএস

Exit mobile version