Site icon Jamuna Television

পদ্মা সেতুর নাট খুলে আরেক যুবকের ভিডিও ধারণ

ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর রেলিং থেকে আরও এক যুবকের নাট-বল্টু খোলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে ছড়িয়ে পড়া ২৬ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, তিনি সেতুর রেলিং থেকে নাট ও বল্টু খুলছেন আবার লাগিয়ে দিচ্ছেন।

ওই ভিডিওটি অনেকেই ফেসবুকে শেয়ার ও পোস্ট করে ওই যুবকসহ এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

এর আগে, পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে ফেলা এক যুবককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। গ্রেফতারকৃত যুবকের নাম বাইজিদ তালহা। রোববার (২৬ জুন) বিকালে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কন্যা পুতুলকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার
ইউএইচ/

Exit mobile version