Site icon Jamuna Television

পানি কমছে আসাম ও মেঘালয়ে, বাড়ছে পানিবাহিত রোগ

ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে বন্যার পানি কমতে শুরু করলেও বাড়ছে পানিবাহিত রোগের প্রকোপ। শুধু আসাম রাজ্যেই প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে।

দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় তিন রাজ্যে বন্যা-ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগে মোট প্রাণহানি ছাড়িয়েছে দেড়শ। রাজ্যগুলোতে এখনও ভোগান্তিতে ৫৫ লাখের বেশি মানুষ। যাদের ৩৭ লাখ আশ্রিত অস্থায়ী শরণার্থী ক্যাম্পগুলোতে।

চিকিৎসকরা বলছেন, বন্যা দুর্গত এলাকাগুলোয় দ্রুতহারে বাড়ছে ডায়রিয়া, টাইফয়েড, চর্মরোগের মতো অসুখ। তাছাড়া, করোনাভাইরাসের উপসর্গ থাকলেও, সেটি নির্ণয় করা সম্ভব হচ্ছে না। সরকারের তরফ থেকে সুপেয় পানি, শুকনো খাবার এবং ওষুধ বণ্টন করা হলেও সেগুলো পর্যাপ্ত নয় বলছেন তারা। বহু এলাকায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। সেখানে হেলিকপ্টারের মাধ্যমে পৌঁছানো হচ্ছে ত্রাণ।

/এডব্লিউ

Exit mobile version