Site icon Jamuna Television

কলম্বিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই দেখতে যেয়ে প্রাণ গেল ৪ জনের

কলম্বিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই দেখতে যেয়ে প্রাণ হারালেন, ৪ জন। রোববার (২৬ জুন) এ দুর্ঘটনায় আরও ৭০ জন গুরুতর আহত হন। খবর এবিসি নিউজের।

চিকিৎসকদের আশঙ্কা বাড়তে পারে মৃতের তালিকা। দেশটির ‘এলে স্পিনাল’ স্টেডিয়ামে চলছিলো ঐতিহ্যবাহী আয়োজন ‘কোর-লি-হো’। তাতে, ক্ষিপ্ত ষাঁড়কে নিয়ন্ত্রণে আনাটাই খেলা।

জানা যায়, খেলা চলাকালীন হঠাৎ একটি ষাঁড় এলোপাতাড়ি ছুটতে শুরু করলে, ছড়িয়ে পড়ে আতঙ্ক। এসময় হুড়োহুড়িতে ভেঙ্গে পড়ে কাঠের বসার স্থান আর বেষ্টনী। সেখানেই প্রাণ হারান দুই নারী ও এক প্রাপ্তবয়স্ক পুরুষ আর এক শিশু।

এ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য না পাওয়ায় দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু স্পষ্টভাবে জানা যায়নি। তবে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নব-নির্বাচিত প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। শিগগিরই প্রত্যেক রাজ্যে খেলাটি বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি।

এটিএম/

Exit mobile version