Site icon Jamuna Television

শুধু কিয়েভেই একদিনে ১৩ দফা মিসাইল হামলা

ইউক্রেনের রাজধানীতেই শুধু ১৩ দফা চালানো হলো মিসাইল হামলা। রোববারের (২৬ জুন) এই রুশ আগ্রাসনে প্রাণ হারিয়েছেন কমপক্ষে দুজন, আহত অর্ধ-শতাধিক।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সীমান্তঘেঁষা বেলারুশ থেকে ছোড়া হচ্ছে এসব মিসাইল। এ হামলার জন্য ব্যবহৃত হচ্ছে ‘তুপোলেভ বোমারু বিমান’। যেগুলো কাস্পিয়ান সাগর থেকে উড়ে আসছে কিয়েভে।

মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, শুধু রাজধানীই নয় গেলো ২৪ ঘণ্টায় রুশ বর্বরতার শিকার হয়েছে শারকাসি-খারকিভ-চেরনিহিভ এবং লভিভ শহরগুলো। মূলত সেনা প্রশিক্ষণ কেন্দ্র এবং অস্ত্রাগার ধ্বংস করা ছিলো রুশবহরের টার্গেট। দুদিন আগেই পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদোনেৎস্ক দখলের মাধ্যমে নিজ লক্ষ্যের কাছাকাছি পৌঁছেছে রাশিয়া। এ পরিস্থিতিতে, বার্লিনে জি-সেভেন সম্মেলন বসায় বাড়লো মস্কোর ক্ষোভ।

/এডব্লিউ

Exit mobile version