Site icon Jamuna Television

বাংলাদেশের প্রশংসায় প্রিয়াঙ্কা চোপড়া

বাংলাদেশের একার পক্ষে রোহিঙ্গা সমস্যার সমাধান করা দুরূহ বিষয় বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সমস্যা সমাধানে মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখার উপর জোরও দেন তিনি।

আজ বৃহস্পতিবার বিকালে ইউনিসেফের শুভেচ্ছা দূত প্রিয়াংকা চোপড়া সাক্ষাতে গেলে একথা বলেন প্রধানমন্ত্রী। সাক্ষাত শেষে সাংবাদিকদের এসব কথা জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব।

বিপুল সংখ্যক রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার ঘটানাকে অভূতপূর্ব হিসাবে উল্লেখ করেন প্রিয়াংকা চোপড়া। মানবতার বিষয়ে বিশ্বকে বাংলাদেশের কাছ থেকে অনেকে কিছুই শেখার আছে বলেও উল্লেখ করেন তিনি।

উন্নত সুযোগ সুবিধা নিশ্চিত করতে এক লাখ রোহিঙ্গাকে শীঘ্রই ভাসানচরে পাঠানোর উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

Exit mobile version