Site icon Jamuna Television

যুবককে অপহরণ করে চাঁদা দাবির অভিযোগে পাবনায় ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৫

পাবনা প্রতিনিধি:

অপহরণ করে চাঁদা দাবির অভিযোগে পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান সানাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে হেলাল উদ্দিন নামের এক যুবককে অপহরণ করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অপহরণের শিকার হেলাল সাঁথিয়া উপজেলার চরভন্দ্রকোল গ্রামের বিল্লাল প্রামাণিকের ছেলে।

জানা গেছে, রোববার (২৬ জুন) সন্ধ্যায় উপজেলার ক্ষেতুপাড়ায় মোটরসাইকেলযোগে যাওয়ার পথে উপজেলার মাঝগাম বাজার এলাকা থেকে হেলাল উদ্দিনকে অপহরণ করে একটি কক্ষে আটকে রাখা হয়। এ সময় তার কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে গ্রেফতারকৃতরা।

পরে অপহৃত হেলালের এক স্বজন ৯৯৯ এ ফোন করলে পুলিশ হেলালকে উদ্ধার করে। এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান সানা ও তার সহযোগী মেহেদী হাসান রুবেল, সন্দীপ সরকার, ইয়াছিন ও মিলনকে আটক করা হয়। সোমবার মামলা দায়ের হলে পুলিশ তাদের এই মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করে।

এসজেড/

Exit mobile version