Site icon Jamuna Television

ইউক্রেনের শপিংমলে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২

ছবি: সংগৃহীত

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রেমেনচুকে একটি শপিংমলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২ জন নিহত হয়েছে। এতে বহু লোক আহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কি দাবি করেছেন, হামলার সময় শপিংমলের ভেতর এক হাজারের বেশি লোক ছিল।

জেলেনস্কি বলেছেন, হামলার সময় শপিংমলের ভেতর এক হাজারের বেশি মানুষ ছিল। তবে হতাহতের কোনো তথ্য তিনি দেননি।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট অফিসের ডেপুটি প্রধান কিরিলো টিমোশেঙ্কো জানিয়েছেন, আহতদের মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক। সেখানে উদ্ধার অভিযান চলছে।

এ ঘটনায় এখন পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শুরু থেকেই তারা ইউক্রেনের বেসামরিক লোকজন লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করে আসছে।

/এনএএস

Exit mobile version