Site icon Jamuna Television

নৌকায় ভাসমান জীবন কাটছে বানভাসি মানুষের, পানিবাহিত রোগের শঙ্কা

সুনামগঞ্জের ঘরে ফিরতে না পারা বানভাসি অসংখ্য মানুষের জীবন কাটছে ভাসমান অবস্থায়। এখনও ডুবে আছে তাদের বাড়ি-ঘর। তাই আশ্রয় হয়েছে নৌকার ওপর। কাটছে দুর্বিসহ জীবন। এদিকে একটু একটু করে পানি নামছে। উঁকি দিচ্ছে পানিবাহিত নানা রোগ। অনভ্যস্ত এই ভাসমান জীবন থেকে মুক্তি প্রয়োজন। কিন্তু বানভাসিদের জীবনে সেই দিন কবে আসবে কেউ জানে না।

হাওরের মানুষ। তাই পানির সঙ্গে বোঝাপড়া তাদের জন্ম থেকেই। বছরের একটা সময় পানিতে ডুবে থাকে চারপাশ। কিন্তু এক রাতেই সবকিছু ভেসে যাওয়ার মতো অভিজ্ঞতা ছিলো না তাদের।

চারপাশে পানি থাকলেও নৌকা জীবনে অভ্যস্ত নয় এখানকার মানুষ। ভাসমান এই জীবন হয়ে উঠেছে দুর্বিসহ। এমনিতে দেখে বুঝার উপায় নাই কী বিপদ যাচ্ছে মানুষগুলোর উপর দিয়ে।

সন্ধ্যা নামে এদের নৌকা বন্দী জীবনে। বিদ্যুৎ নাই। চুলার ব্যবস্থা আছে বা নাই। থাকলেও এক বেলার বেশি রান্না করার সুযোগ নাই। প্রতিটি নৌকায় কয়েকটি করে পরিবার আশ্রয় নিয়েছে। গাদাগাদি করে কাটছে রাত। বন্যায় ঘরবাড়ি ভেসেছে প্রায় দুই সপ্তাহ হলো। বানের পানি নামছে ধীরে ধীরে। কিন্তু সেই ঘরে ওঠার পরিবেশ নেই তাদের।

এটিএম/

Exit mobile version