Site icon Jamuna Television

নাটোরে নকল প্রসাধনী কারখানায় র‌্যাবের অভিযান, সাড়ে তিন লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব। এ সময় দেশি-বিদেশি বিভিন্ন ব্রান্ডের প্রায় ৪২ হাজার পিস নকল প্রসাধনী জব্দ করা হয়। মঙ্গলবার রাত ১০টা থেকে দুইটা পর্যন্ত এই অভিযান চালনা হয় সদর উপজেলার ফুলসর গ্রামে।

নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফরহাদ হোসেন জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোরের ফুলসর গ্রামে ফয়েজ উদ্দিনের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই বাড়িতে নকল প্রসাধনী কারখানার সন্ধান মেলে। অভিযানে দুবাই, ভারত, পাকিস্তান ও বাংলাদেশের বিভিন্ন কোম্পানির প্রায় ৪২ হাজার নকল ক্রিম জব্দ করা হয়।

তিনি বলেন, দেশি-বিদেশি বিভিন্ন ব্রান্ডের নকল প্রসাধনী প্রস্তুত করার দায়ে কারখানা মালিক রাজশাহীর পালপাড়ার বাসিন্দা মহিউদ্দিন কাজলকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত নকল প্রসাধনী পুড়িয়ে ফেলাসহ কারখানাটি বন্ধ করে দেয়া হয়।

ইউএইচ/

Exit mobile version