Site icon Jamuna Television

কিম-ট্রাম্পের বৈঠক বাতিল হলেও আলোচনার পথ খোলা আছে: উত্তর কোরিয়া

কিম জং উনের সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক বাতিলের ঘোষণার পরেও আলোচনার পথ খোলা আছে বলে জানিয়েছে উত্তর কোরিয়া।

গতকাল ট্রাম্প নিজে কিমকে চিঠি পাঠিয়ে বৈঠক বাতিলের সিদ্ধান্ত জানান। এজন্য উত্তর কোরিয়ার আক্রমণাত্মক আচরণ ও বক্তব্যকে দায়ী করেছেন তিনি। ট্রাম্প বলেন, দু’দেশের শান্তি প্রতিষ্ঠায় বড় সুযোগ তৈরি হয়েছিলো এ বৈঠকের মধ্য দিয়ে, তা নষ্ট করলো পিয়ংইয়ং।

ট্রাম্পের এমন সিদ্ধান্তে বিস্মিত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। এদিকে  ট্রাম্প-কিম বৈঠকের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে সিউলের সাথে যৌথভাবে কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

Exit mobile version