Site icon Jamuna Television

সাকিবের হায়দরাবাদ-শাহরুখের কলকাতা ‘সেমিফাইনাল’ আজ

ফাইনালে ওঠার শেষ সুযোগে আজ মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের কাছে নাটকীয়ভাবে ২ উইকেটে হারে সাকিবের হায়দরাবাদ। আর এলিমিনেটরে রাজস্থান রয়েলসকে ২৫ রানে হারিয়ে ফাইনালে খেলার স্বপ্ন টিকিয়ে রাখে কলকাতা নাইট রাইডার্স। আজকের ম্যাচের জয়ী দল ফাইনালে খেলবে চেন্নাইয়ের সাথে। গ্রুপ পর্বের ১ম দেখায় সাকিবের দল জয় পেলেও ২য় লেগে ঘরের মাঠে সানরাইজার্সকে হারায় কলকাতা। আজকের ম্যাচে কলকাতার ব্যাটিং নির্ভরতা দীনেশ কার্তিক ও ক্রিস লিন কেন্দ্রিক। বোলিংয়ে তিন স্পিনার সুনীল নারিন, পিয়ুস চাওলা ও কুলদীপ জাদভকে মোকাবিলা করা সাকিবের দলের জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। সানরাইজার্সের বোলিং আক্রমন টুর্নামেন্ট সেরা। রশীদ খান, ভুবেনেশ্বররা যেকোন রানই রক্ষা করতে পারেন। তবে ব্যাটিং এ অধিনায়ক কেইন উইলিয়ামসন ছাড়া আর কেউই নেই দলকে বড় ইনিংস গড়ে দিতে পারে।

Exit mobile version