Site icon Jamuna Television

অতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে জরিমানা গুনেও খুশি আফ্রিদি

ছবি: সংগৃহীত

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদিকে জরিমানা করেছে পুলিশ। পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদি লাহোর থেকে করাচি যাওয়ার পথে হাইওয়েতে গতিসীমা লঙ্ঘন করায় পুলিশ তাকে দেড় হাজার রুপি জরিমানা করে।

ক্রিক ট্র্যাকারের প্রতিবেদনে বলা হয়, ৪২ বছর বয়সী পাকিস্তানের এই তারকা ক্রিকেটার পুলিশের জরিমানা পরিশোধ করে হাইওয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়ে সকল নাগরিকের সাথে সমান আচরণ করার পরামর্শ দেন।

হাইওয়ে পুলিশের সাথে এমন কাজের প্রশংসা করে আফ্রিদি বলেছেন, আইনের চোখে সবাই সমান। এ সময় পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডারের সাথে হাইওয়ে পুলিশ সদস্যরা ছবিও তুলেছেন।

/এনএএস

Exit mobile version