Site icon Jamuna Television

পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে জনি ডেপকে!

ছবি: সংগৃহীত

পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে জনি ডেপকে, সম্প্রতি ফাঁস হওয়া এক ইমেইল দেখে এমনটাই মনে করা হচ্ছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

জানা গেছে, ইমেইলে ২০১৬ এর একটি ঘটনার কথা উল্লেখ করা আছে যখন পুলিশের কাছে একটি ফোন কল গিয়েছিল। সেই কলে ডেপের বিরুদ্ধে গৃহ নির্যাতনের অভিযোগ তুলেছিলেন অ্যাম্বার। দাবি করেছিলেন, ডেপের বাড়ি থেকেই ফোন করেছেন তিনি।

জনি ডেপের তিন আইনজীবী অ্যাডাম ওয়াল্ডম্যান, বেন চিউ ও ক্যামিলি ভাসকুয়েজের মাঝে আদানপ্রদান হওয়া মেইলে ২০১৬-এর সেই ঘটনাটিকে মিথ্যা বলা হচ্ছে। বলা হচ্ছে, ডিভোর্স লইয়্যারের সাথে আলোচনা করে কাহিনী সাজিয়ে পুলিশকে ফোন করেছিলেন অ্যাম্বার।

আলোচিত ওই ইমেইলে বলা হয়েছে, অ্যাম্বার হার্ড সাহায্য চাইতে ফোন করেছিলেন জশ ড্রিউ-এর প্রাক্তন স্ত্রী পেনিংটনকে। আর পুরো বিষয়টিই ছিল মিথ্যা ও সাজানো।

/এসএইচ

Exit mobile version