Site icon Jamuna Television

পাবনায় পদ্মা নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

স্থানীয়রা উদ্ধার করে ওই স্কুলছাত্রদের।

পাবনা প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে সাব্বির হোসেন নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত সাব্বির উপজেলার বড়ইচারা গ্রামের স্বপন হোসেনের ছেলে এবং চররুপুর বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ জুন) দুপুর ১টার দিকে সাব্বিরসহ তার দুই বন্ধু পাকশীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৪নং গেট সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নামে। এক পর্যায় নদীর তীব্র স্রোতে তিনজন নদীতে তলিয়ে যায়।

এ সময় স্থানীয়রা নৌকা নিয়ে দু’জনকে উদ্ধার করলেও তলিয়ে যায় সাব্বির। পরে ফায়ার সার্ভিসের একটি দল প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল ৪টার দিকে সাব্বিরকে মৃত অবস্থায় উদ্ধার করে।

এসজেড/

Exit mobile version