Site icon Jamuna Television

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে সপোর্দ করেছেন স্থানীয়রা। বাবুল হোসেন নামের ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা হয়েছে চট্টগ্রামের রেলওয়ে থানায়।

মামলার এজাহারে ওই ছাত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য সকাল সাতটার কিছুক্ষণ আগে তিনি চট্টগ্রাম রেলস্টেশনে থাকা শাটল ট্রেনের দ্বিতীয় বগিতে ওঠেন। এসময় বগিতে হাঁটাহাঁটি করছিলেন বাবুল নামের ওই ব্যক্তি। বাবুলের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তিনি তার এক সহপাঠীকেও ফোন করেন। পরে ৯৯৯-এ ফোন করেও সংযোগ পান নি।

এক পর্যায়ে ওই ব্যক্তি তার মুখ চেপে ধরে শরীরের বিভিন্ন জায়গা স্পর্শ করে। এসময় আত্মরক্ষার্থে ওই ব্যক্তিকে লাথি মারলে, পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে। তার চিৎকারে আশেপাশের লোকজন ওই ব্যক্তিকে ধরে পুলিশে সোপর্দ করে।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, বাবুল হোসেনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করেছেন ভুক্তভোগী ছাত্রী। এখন তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

/এনএএস

Exit mobile version