Site icon Jamuna Television

রাজস্থানে দর্জিকে গলা কেটে হত্যার জেরে রেড অ্যালার্ট জারি, বন্ধ ইন্টারনেট পরিষেবা

ভারতের রাজস্থানের উদয়পুরে কানহাইয়া লাল তেলি নামের এক দর্জির গলা কেটে হত্যার পর রেড অ্যালার্ট জারি করা হয়েছে রাজ্য জুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের নির্দেশে বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। ইতোমধ্যেই দুই অভিযুক্তকে আটক করা হয়েছে বলে জানা গেছে। খবর আনন্দবাজারের।

জানা গেছে, মঙ্গলবার (২৮ জুন) দুপুরে কানহাইয়ার দোকানে জামা সেলাই করাতে খদ্দেরের ছদ্মবেশে আসা কয়েকজন আততায়ী তলোয়ার দিয়ে তাকে হত্যা করে। হত্যার ভিডিও ছড়িয়ে দেয়া হয় সামাজিক মাধ্যমে।

এ ঘটনায় উদয়পুরের বেশ কিছু এলাকায় বিক্ষোভ শুরু হলে জেলা পুলিশ সুপারিন্টেনডেন্টের নেতৃত্বে পুলিশ মোতায়েন করা হয়। ইতোমধ্যে উদয়পুর শহরের সাতটি মহল্লায় কারফিউ জারি করা হয়েছে। শহরে বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট।

স্থানীয় পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, মহানবী হযরত মুহাম্মদ (সা.) নিয়ে বিতর্কিত মন্তব্য করে বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মার সমর্থনে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন নিহত কানহাইয়া। এজন্য হুমকিও পেয়েছিলেন তিনি।

/এসএইচ

Exit mobile version