Site icon Jamuna Television

ডেমরায় দম্পতির মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

রাজধানীর ডেমরায় লিয়াকত আলী (৫০) ও সিমা সুলতানা (৪০) নামের এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অর্থনৈতিক সমস্যার কারণে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের।

মঙ্গলবার (২৮ জুন) দুপুরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, ডেমরার যে বাসায় তারা ভাড়া থাকতেন, তার নিচতলায় লিমা ফার্মেসি নামে লিয়াকত আলী একটি ওষুধের দোকান চালাতেন। করোনা মহামারী ও অন্যান্য কারণে ব্যবসা ভাল চলছিল না লিয়াকতের। আর্থিক অনটনের কারণে প্রায়ই পারিবারিক কলহে জড়াতেন এ দম্পতি। সোমবার (২৭ জুন) সারাদিন স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল বলে জেনেছে পুলিশ। তবে ঠিক কী কারণে এ বিরোধ, তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন শেষে পুলিশের ধারণা, স্ত্রী সিমাকে গলাকেটে হত্যা করে আত্মঘাতী হয়েছেন লিয়াকত।

এ দম্পতির ছেলে (১৮) কে উদ্ধৃত করে পুলিশ জানিয়েছে, দুপুর পর্যন্ত লিয়াকত ও সিমার ঘরের দরজা বন্ধ ছিল। ডেকে সাড়া না পেয়ে ঘরের ভেন্টিলেটার দিয়ে সে তার বাবা লিয়াকতকে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে বাড়িওয়ালার সহযোগিতায় দরজা ভেঙে ঘরে ঢুকে সোফায় শোয়া অবস্থায় মায়ের গলাকাটা লাশ দেখতে পায়।

এ ঘটনায় হত্যা ও অপমৃত্যুর দুটি মামলা হবে বলে জানিয়েছে ডেমরা থানা পুলিশ।

/এসএইচ

Exit mobile version