Site icon Jamuna Television

সুনামগঞ্জে উজানের ঢল ও বৃষ্টিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা

ভারী বৃষ্টি আর উজানের ঢলে সুনামগঞ্জে নদ-নদীর পানি বেড়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। আগে থেকেই যেসব এলাকা বানের জলে ডুবে ছিল, সেখানকার বাসিন্দাদের দুর্ভোগ আরও বেড়েছে।

বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে ভুগছেন বানভাসি মানুষ। বাড়ছে পানিবাহিত রোগবালাই। প্রশাসনের তথ্য বলছে, জেলার ১২ উপজেলাতেই বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপজেলা দোয়ারাবাজারে ত্রাণ তৎপরতা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। এছাড়া বন্যা কবলিত বিভিন্ন এলাকায় সরকারি ও বেসরকারি পর্যায়ে ত্রাণ বিতরণ চলছে।

/এমএন

Exit mobile version