Site icon Jamuna Television

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

ছবি: প্রতীকী

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মো. সোহাগ নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে যাত্রাবাড়ীতে ঘটে এই দুর্ঘটনা।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ছুটি শেষে মোটরসাইকেলে কর্মস্থলে ফিরছিলেন সোহাগ। এ সময় ধলপুর কমিউনিটি সেন্টারের সামনে একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন সোহাগ।

পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়। রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোহাগ তেজগাঁও জোনের এসি পেট্রোলের দেহরক্ষী ছিলেন। তার গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়।

ইউএইচ/

Exit mobile version