Site icon Jamuna Television

কোম্পানীগঞ্জে নিখোঁজের ৩ ঘণ্টা পর কিশোরের মরদেহ মিললো পুকুরে

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের ৩ ঘণ্টা পর পুকুর থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মো. মিরাজ (১৪) উপজেলার চরহাজারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আমিন মাঝি বাড়ির জাহিদ মিলনের ছেলে এবং স্থানীয় হাজারী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

মঙ্গলবার (২৮ জুন) রাত ৯টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাজী আনোয়ারের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মিরাজের স্বাভাবিক বুদ্ধিমত্তা কম ছিল এবং সে মৃগী রোগে আক্রান্ত ছিল। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে মাগরিবের নামাজ পড়তে গিয়ে মিরাজ নিখোঁজ হয়। সন্ধ্যার পর সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরে রাত ৯টার দিকে মসজিদ সংলগ্ন পুকুর থেকে স্থানীয় লোকজন তার মরদেহ উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রাসেদুল ইসলাম জানান, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। খোঁজ খবর নিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইউএইচ/

Exit mobile version