Site icon Jamuna Television

ধানক্ষেত থেকে কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে রাস্তার পাশের ধানক্ষেত থেকে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় এক নবজাতক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ জুন) সকাল ১০টায় উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের খাট্টাউছনা ও জাংগই গ্রামের মাঝামাঝি স্থানে রাস্তার পাশে ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম জানান, লাশটি সকালে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন মোবাইল ফোনে থানা পুলিশকে খবর দেয়। পরে হাকিমপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

ইউএইচ/

Exit mobile version