Site icon Jamuna Television

রণবীর আমার মতো বাবা হতে চায় না, কেনো বলেছিলেন ঋষি?

ছবি: সংগৃহীত।

আচমকাই খুশির খবরটি দিলেন আলিয়া। হাসপাতালের বিছানায় শুয়ে তোলা একটি ছবি পোস্ট করে জানান, মা হতে চলেছেন তিনি, রণবীর হচ্ছে বাবা। এই খুশির খবরের মধ্যেও ঋষির অনুপস্থিতিতে কিছুটা বিষন্ন কাপুর পরিবার। অবশ্য মৃত্যুর আগে একবার রণবীর সম্পর্কে তিনি বলেছিলে, ‘ও আমার মতো বাবা হতে চায় না’। খবর হিন্দুস্তান টাইমসের।

২০১৭ সালে এক সাক্ষাৎকারে ঋষি বলেন, আমার বাবা আমার দাদাকে খুব শ্রদ্ধা করতেন। রণবীর আর আমার সম্পর্ক অনেকটা তেমনই। তবে আমি এমন বাবাও নই যে ছেলের পিঠে হাত দিয়ে তার বান্ধবীদের গল্প শুনবো। আমি আমার ছেলের বন্ধু কখনই হতে পারি না। এ নিয়ে আমার সঙ্গে সহমত নয় রণবীর। ও মনে করে ও আমার মতো বাবা হবে না।

ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর বেশ কিছুদিন আগে থেকেই ঋষি ও রণবীরের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছিল, এমনটাই গুঞ্জন ওঠে বলিউডে। অবশ্য চিকিৎসার জন্য ঋষি ও নিতু ভারতের বাইরে থাকা অবস্থায় রণবীর ও আলিয়াকে বারবার তাদের সাথে দেখা করতে যেতে গেছে।

এসজেড/

Exit mobile version