Site icon Jamuna Television

উপবৃত্তি ও অনুদান প্রদানের নামে প্রতারণা, মূলহোতা আটক

প্রতারক চক্রের মূলহোতা ফিরোজ কবির আটক।

উপবৃত্তি ও করোনাকালে অনুদান প্রদানের নামে প্রতারণা করায় প্রতারক চক্রের মূলহোতা ফিরোজ কবিরকে আটক করেছে সিআইডি।

বুধবার (২৯ জুন) দুপুরে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার জানান, অনেকদিন ধরে কয়েকটি সংঘবদ্ধ চক্র সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তার পরিচয়ে প্রতারণা করে আসছিল। বেশ কিছু অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সিআইডি। পরে, একটি চক্রকে শনাক্তের পর রংপুরের পীরগঞ্জ থেকে মূলহোতাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি অভিযোগের সত্যতা স্বীকার করে নিয়েছে। সে জানায়, তার নেতৃত্বে ৪ সদস্যের প্রতারক চক্র মোবাইলে আর্থিক লেনেদেনের প্লাটফর্ম ব্যবহার করে প্রতারণা করে আসছিল। অর্থ সংগ্রহের পর তারা তাদের ব্যবহৃত আইডেন্টিটি গোপন করে রাখতো।

আরও পড়ুন: শিক্ষককে অপমান ও হত্যার তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

/এম ই

Exit mobile version