Site icon Jamuna Television

কোহলিকে ছাপিয়ে টি-টোয়েন্টিতে বাবর আজমের নতুন কীর্তি

ছবি: সংগৃহীত

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে নতুন কীর্তি গড়লেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এই ফরম্যাটে সাবেক ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলির গড়া রেকর্ড ভাঙলেন তিনি।

সবচেয়ে বেশি দিন র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন বাবর আজম। এর আগে, ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ১ হাজার ১৩ দিন শীর্ষে ছিলেন ভিরাট কোহলি। এই রেকর্ড ছাপিয়ে বাবর আজম শীর্ষস্থান ধরে রেখেছেন ১ হাজার ৩০তম দিনেও। সবশেষ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও শীর্ষস্থান ধরে রেখেছেন বাবর।

টি-টোয়েন্টি ছাড়াও ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও এক নম্বর অবস্থান ধরে রেখেছেন পাকিস্তান অধিনায়ক। টেস্টে তিনি আছেন চার নম্বরে। সব মিলিয়ে ক্রিকেটের তিন ফরম্যাটেই সেরা দশে থাকা একমাত্র ক্রিকেটার এখন বাবর আজম।

আরও পড়ুন: আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের কষ্টার্জিত জয়

/এম ই

Exit mobile version