Site icon Jamuna Television

জার্মানিতে শতবর্ষী বৃদ্ধের ৫ বছরের জেল

ছবি: সংগৃহীত

জার্মানির নাৎসি বাহিনীর একজন ক্যাম্প গার্ডকে ৫ বছরের জেল দিয়েছেন দেশটির একটি আদালত। ১৯৪২ সাল থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত শাসেন হোসেন নামক একটি স্থানে নাৎসি বাহিনীর ক্যাম্পের গার্ড হিসেবে দায়িত্ব পালন করেন জোসেফ এস। তার বিরুদ্ধে অভিযোগ, সেই ক্যাম্পে হত্যার শিকার হওয়া ৩ হাজার ৫১৮ জন ব্যক্তিকে হত্যায় জড়িত ছিলেন।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, বর্তমানে জোসেফ এস-এর বয়স ১০১। জার্মান নাৎসি বাহিনীর সদস্যদের মধ্যে শাস্তি পাওয়া সবচেয়ে বয়সী ব্যক্তি হলেন জোসেফ এস। তবে নিজের বিরুদ্ধে আরোপিত অভিযোগ অস্বীকার করেছেন জোসেফ এস। ।

তিনি দাবি করেছেন, ওই ক্যাম্পে গার্ড হিসেবে নয়, যুদ্ধের সময় তিনি কাজ করেছেন শ্রমিক হিসেবে। তবে তাকে শাস্তি দেয়া ব্রেন্ডেনবার্গ এন দার হাভেলের আদালত জানিয়েছে, অভিযুক্ত জোসেফ এস অভিযোগ অস্বীকার করলেও হত্যাকান্ডে তার জড়িত থাকা এবং ক্যাম্পে গার্ড হিসেবে কাজ করার প্রমাণ পাওয়া গেছে।

/এনএএস

Exit mobile version