Site icon Jamuna Television

যাত্রীর জুতার সোলে এক কেজি সোনা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে ৯টি স্বর্ণের বারসহ আব্দুল মোতালেব (৫২) নামের এক যাত্রীকে আটক করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দরা। শুক্রবার সকালে ভারতগামী পাসপোর্টধারী ওই যাত্রীর জুতার ভেতর থেকে ওই স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আটক সোনা চোরাচালানী মোতালেব গাজীপুর জেলার টংগী উপজেলার আনিছপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা রাজস্ব কর্মকর্তা ছবি রানী দত্ত জানান, দর্শনা চেকপোষ্ট দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে যাবে এমন সংবাদ ছিলো আমাদের কাছে। এই খবরের ভিত্তিতে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার নির্দেশে ৮ সদস্যের একটি টিম শুক্রবার সকাল থেকেই দর্শনা চেকপোষ্টে অবস্থান করছিল। সকাল ১০ টার দিকে ভারতগামী বাংলাদেশী নাগরকি আব্দুল মোতালেব সীমান্ত চেকপোষ্টে আসলে তাকে আটক করে কাষ্টমস অফিসে রাখা হয়। পরে দুপুরে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা ও সাংবাদিদের উপস্থিতিতে তার দেহ তল্লাশী করে পায়ের জুতার ভেতর থেকে সাড়ে ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

কাস্টমস শুল্ক গোয়েন্দা রাজস্ব কর্মকর্তারা জানান, জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি । যার আনুমানিক বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা।

আটকৃত আব্দুল মোতালেব কে বিকালে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়।

Exit mobile version