Site icon Jamuna Television

দোনবাসসহ বিভিন্ন অঞ্চলে রুশ হামলা জোরদার: জেলেনস্কি

ইউক্রেনের দোনবাসে তীব্র হামলা চালাচ্ছে রুশ বাহিনী। অন্যান্য অঞ্চলেও চলছে আগ্রাসন, এমন দাবি দেশটির প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির। খবর রয়টার্সের।

তিনি জানিয়েছেন, মাইকোলাইভে একটি আবাসিক এলাকায় ১০টি মিসাইল ছুঁড়েছে রুশ বাহিনী। তাতে নিহত হয়েছেন কমপক্ষে ৫ জন। বেসামরিক স্থাপনা টার্গেট করেই সব ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে এমন দাবি জেলেনস্কির। খারকিভ ও সামি অঞ্চলের একাধিক এলাকায় গোলাগুলি চলছে বলেও জানান।

এদিকে ক্রেমেনচুকের শপিং মলে হামলার দায় অস্বীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেন, কোনো বেসামরিক স্থাপনায় হামলা চালায়নি তার বাহিনী। কারণ, কোথায় কী আছে তা জানার পূর্ণ সক্ষমতা রয়েছে তাদের। মারিওপোলের থিয়েটারে রুশ বাহিনীর জোড়া বিমান হামলার ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে অ্যামেনস্টি ইন্টারন্যাশনাল। এ ঘটনাকে যুদ্ধাপরাধ বলছে মানবাধিকার সংগঠনটি।

/এমএন

Exit mobile version