Site icon Jamuna Television

বাড়ছে সংক্রমণ, করোনায় এখন সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা

আবারও বাড়ছে করোনার সংক্রমণ। দুই সপ্তাহের বেশি সময় ধরে শনাক্তের হার পাঁচ শতাংশ ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনায় এখন বেশি ঝুঁকিতে শিশুরা। কেননা এখনও ভ্যাকসিন পায়নি ১২ বছরের কম বয়সীরা। পাশাপাশি স্বাস্থ্যবিধি ও জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা মানতে কঠোর হওয়ার পরামর্শ তাদের।

করোনা বৃদ্ধির সাথে সাথে কমছে হাসপাতালে খালি বেডের সংখ্যাও। রাজধানীর সরকারি হাসপাতালে গেলো দুই সপ্তাহে ভর্তি হয়েছেন প্রায় দুইশত রোগী। করোনার এই ঊর্ধ্বগতি নতুন ঢেউয়ের আভাস দিচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

জাতীয় কারিগরি বিশেষজ্ঞ কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, সভা-সমাবেশ ও সামাজিক অনুষ্ঠানে অসংখ্য লোকের উপস্থিতি, যেখানে স্বাস্থ্যবিধি মানার কোনো লক্ষণ নেই। সংক্রমণ বাড়ার ক্ষেত্রে এটি কাজ করছে। দীর্ঘদিন ধরে শনাক্তের হার ১ শতাংশের নিচে ছিল। আর সেটি ১৫ শতাংশের উপরে চলে গেল। এটি অবশ্যই উদ্বেগের বিষয়।

করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে ভুগেছেন অনেকে। তবে দ্রুত ছড়ানোয় ক্ষেত্রে পারদর্শিতা দেখিয়েছে ওমিক্রন। এবারের সংক্রমণকে ওমিক্রনের নতুন ধরন বলছেন কেউ কেউ। এতে শিশুদের সংক্রমণ অন্য ভ্যারিয়েন্টের তুলনায় বেশি বলে ধারণা করা হচ্ছে।

শিশু বিশেষজ্ঞ ডা. সারাবন তাহুরা বলেন, আমাদের আগে ধারণা ছিল, বাচ্চারা আক্রান্ত হয়। হলে সমস্যা হয় না। কিন্তু এখন বাচ্চারা আক্রান্ত হচ্ছে। সেক্ষেত্রে বাচ্চার হাঁচি-কাশি কিংবা অন্যদের করোনা হলে আইসোলেশনে থাকতে হবে। বাচ্চাদের চিকিৎসা দিলে ভালো হয়ে যাচ্ছে।

দেশে করোনা টিকা দেয়ার হার তুলনামুলক ভালো। তবে শিশুদের বেলায় সে চিত্র উল্টো। এখনও ঝুঁকিতে আছে ১২ বছরের কম বয়সীরা। অথচ ছয় মাস বয়সীদেরও টিকার আওতায় এনেছে যুক্তরাষ্ট্রসহ উন্নত বিশ্ব।

এ বিষয়ে ডা. মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, এদের যদি অরক্ষিত রাখি, তাহলে অসুবিধা। যে কারণে আমাদের একটা পরামর্শ ছিল, শিশুদের জন্য ডব্লিউএইচও যখন টিকা অনুমোদন দেবে, আমরা তখন সেটি যেন বিবেচনা করি।

অন্যদিকে ডা. সারাবন তাহুরা বলেছেন, ১২ বছরের কম বয়সী বাচ্চাদের টিকা দেয়ার বিষয়টি এখন ভাবার সময়।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ইতোমধ্যে জানিয়েছেন, খুব শিগগিরই শিশুদেরও টিকা দেয়া হবে। এখন পর্যন্ত দেশে দশ বছরের কম বয়সী অন্তত ৮৮ শিশুর প্রাণ নিয়েছে মহামারি করোনা।

/এমএন

Exit mobile version