Site icon Jamuna Television

বিহারে বজ্রঘাতে নিহত ৩৫

ভারতের বিহার রাজ্যে বজ্রঘাতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩৫ জন। গতকাল বুধবার (২৯ জুন) এই তথ্য নিশ্চিত করেছে রাজ্যটির প্রশাসন। খবর রয়টার্সের।

বিহারের স্থানীয় গণমাধ্যমের দাবি, গেলো দু’দিনে ১০ জেলায় বজ্রপাতসহ ভারি বৃষ্টি হচ্ছিল। তাতেই এ প্রাণহানি। প্রত্যেক নিহতের পরিবারকে ৪ লাখ রুপি ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন রাজ্য সরকার।

জাতীয় আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস, আগামী ২ জুলাই পর্যন্ত রাজ্যটিতে থাকবে ভারী বৃষ্টিপাত। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। রাজ্যটির উত্তরাঞ্চলে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। রয়েছে ভারী বৃষ্টিপাত-বন্যা ও ভূমিধসের পূর্বাভাস।

/এমএন

Exit mobile version