Site icon Jamuna Television

ফিলিপাইনে দুতের্তে যুগের অবসান, শপথ নিয়েছেন মার্কোস জুনিয়র

ফিলিপাইনের ১৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। তিনি বংবং নামেই বেশি পরিচিত। এর মাধ্যমে দেশটিতে অবসান ঘটলো দুতের্তে যুগের। খবর এপি’র।

গত ৯ মে অনুষ্ঠিত নির্বাচনে ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। তিনি সাবেক স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসের ছেলে। মার্কোস জুনিয়র আগামী ছয় বছরের জন্য দেশটির শাসনক্ষমতা গ্রহণ করেছেন।

ওই নির্বাচনে ‘বংবং’ নামে পরিচিত মার্কোস জুনিয়র তার প্রতিদ্বন্দ্বী লেনি রোব্রেদোকে হারিয়ে রেকর্ড গড়েছেন। তিনি রোব্রেদোর চেয়ে দ্বিগুণ ভোট পান।

তার অভিষেকের মধ্যে দিয়ে ৩৬ বছর পর আবারও ফিলিপাইনের শাসনে ফিরেছে স্বৈরাচারী মার্কোস পরিবার। ১৯৮৬ সালে গণ-অভ্যুত্থানে পতন ঘটে তৎকালীন প্রেসিডেন্ট মার্কোসের।

/এমএন

Exit mobile version