Site icon Jamuna Television

উম্বলডনে জকোভিচের দাপুটে জয়, বাদ পড়লেন মারে ও এমা

ছবি: সংগৃহীত

চলতি উম্বলডনে দাপুটে জয় পেয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ। সরাসরি সেটের জয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন টানা চতুর্থ উম্বলডনের দাবিদার জকোভিচ। তবে হেরেছেন দুই ব্রিটিশ তারকা। পুরুষ এককে সাবেক চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে আর নারী এককের দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েছেন এমা রাদুকানু।

উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার থানাসি কোকিনাকিসের বিপক্ষে অল ইংল্যান্ড ক্লাব কোর্টে মাঠে নামেন নোভাক জকোভিচ। ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখান এ সার্বিয়ান। প্রথম সেটে ৬-১ ব্যবধানের একপেশে জয় তুলে নেন এ চ্যাম্পিয়ন। দ্বিতীয় সেটে কিছুটা লড়াই করলেও জকোভিচের অভিজ্ঞতার কাছে ৬-৪ গেমে হেরে যান থানাসি। তৃতীয় সেটে আবারো দাপুটে জকো। এবার ৬-২ গেমের সহজ জয় তুলে তৃতীয় রাউন্ডে জায়গা করে নেন তিনি।

তবে বৃটিশদেরে জন্য হতাশার ছিলে দ্বিতীয় রাউন্ড। ২০১৩ ও ২০১৬ সালের উম্বলডন চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে বিদায় নেন দ্বিতীয় রাউন্ডেই। ঘরের মাঠে দর্শকদের পুরো সমর্থন নিয়ে যুক্তরাষ্ট্রের জন ইসনারের মুখোমুখি হন মারে। কিন্তু প্রথম সেটেই হেরে বসেন। ৬ ফুট ১০ ইঞ্চির ইসনার জয় তুলে নেন ৬-৪ গেমের। দ্বিতীয় সেটে লড়াই জমজমাট। এবার টাইব্রেকারে ৭-৬ গেমের জয় তুলে ম্যাচে ফেরেন অ্যান্ডি মারে। তবে তৃতীয় সেটে টাইব্রেকারে ঠিক একই ব্যবধানে ইসনার জয় তুলে নিয়ে ম্যাচ গড়ায় চতুর্থ সেটে। শেষ সেটে আর পেরে ওঠেনি মারে। এবার ৬-৪ গেমের জয় তুলে মারেকে দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে দেন ম্যাচে ‘এস’ থেকে ৩৬ পয়েন্ট পাওয়া ইসনার।

ইসনারের খেলা নিয়ে অ্যান্ডি মারে বলেন, ও খুব ভাল সার্ভ করছিলো, বিশাল দেহি ইসনারের কাছ থেকে এটাই প্রত্যাশিত। তবে আমি নিজের ভুলে হেরেছি। চতুর্থ সেটে আমার সার্ভগুলো ভাল হয়নি, দুটি শটও মিস করেছি।

এদিকে, নারী এককে হেরে বিদায় নিয়েছেন ব্রিটেনের হালের টেনিস সেনসেশন এমা রাদুকানু। ২০২১ সালে ইউএস ওপেন জিতে রাতারতি তারকা বনে যান তৎকালীন অবাছাই এ খেলোয়াড়। তাইতো ঘরের মাঠের উইম্বলডনে অন্যতম ফেভারিটের কাতারে ছিলেন রাদুকানু। কিন্তু ১৯ বছর বয়সী এ অনভিজ্ঞ খেলোয়াড়কে দ্বিতীয় রাউন্ডে সরাসরি সেটে হারিয়ে বাস্তবতার স্বাদ দেন ফরাসী ক্যারোলিন গার্সিয়া। সেন্টার কোর্টে দুই সেটেই সমান ৬-৩, ৬-৩ গেমে জয়ী হন ৫৫তম বাছাই ক্যারোলিন।

তবে সহজ জয়ে তৃতীয় রাউন্ডে পৌছেছেন ২০১৮ সালের চ্যাম্পিয়ন অ্যাঞ্জেলিক কারবার। পোল্যান্ডের ম্যাগদা লিনেটকে ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে সরাসরি সেটের জয় পেয়েছেন এ জার্মান।

/এসএইচ

Exit mobile version