Site icon Jamuna Television

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ইসরায়েলের প্রধানমন্ত্রীর

ইসরায়েলে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক টানাপড়োন চলছেই। এবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন সেদেশের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। বুধবার (২৯ জুন) এ ঘোষণা দেন তিনি। খবর ওয়াশিংটন পোস্টের।

তিনি বলেন, অল্প সময়ের মধ্যে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসাবে তার মেয়াদ শেষ করবেন। এছাড়া তিনি বলেন, ল্যাপিডের অন্তর্বর্তী সরকারে বিকল্প প্রধানমন্ত্রী হিসাবে থাকবেন।

এ ঘোষণার ফলে দেশটিতে নতুন রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় ভেঙ্গে দেয়া হয়েছে দখলদার দেশটির পার্লামেন্ট। ফলে চার বছরেরও কম সময়ের মধ্যে দেশটিতে পঞ্চমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী ও বাম ঘরানার নেতা ইয়ার লাপিদ। এ অবস্থায় কার্যত ক্ষমতা হারাবে নেসেট। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চলবে প্রশাসন।

এটিএম/

Exit mobile version