
যুক্তরাষ্ট্রের টেক্সাসে পরিত্যাক্ত লরি থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক চালকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। পুলিশ বলছে, অভিযুক্ত হোমেরো জামোরানোর বিরুদ্ধে দায়ের করা হয়েছে মানব পাচার ও হত্যার অভিযোগ। খবর রয়টার্সের।
এছাড়াও আটক অপর ব্যক্তি ক্রিস্টিয়ান মার্টিনেজের বিরুদ্ধে করা হয়েছে পরিকল্পনা বা ষড়যন্ত্রের মামলা। মার্কিন বিচার বিভাগ বলছে, আদালতে দোষী প্রমাণিত হলে যাবজ্জীবন এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে তাদের।
গত সোমবার (২৭ জুন) টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিও শহরে একটি লরির ভেতর থেকে ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। জীবিত ১৬ জনের মধ্যে হাসপাতালে নেয়ার পর মারা যায় আরও ৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে।
/এমএন



Leave a reply