Site icon Jamuna Television

খুলনায় কিশোরের ভাসমান লাশ উদ্ধার

ছবি: প্রতীকী

খুলনা ব্যুরো:

খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার বানরগাতি এলাকার আন্দিরঘাট পুকুর থেকে বৃহস্পতিবার (৩০ জুন) ভোরে সৈকত নামের ১৪ বছরের এক কিশোরের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে কিভাবে তার লাশ পুকুরে ভেসে উঠলো, এটি হত্যাকাণ্ড কিনা তা এখনও নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বাসা থেকে বের হয় সৈকত। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ভোরে এলাকাবাসী পুকুরে তার লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

সৈকতের বাবা নূর ইসলাম জানান, বুধবার বিকেলে বাসা থেকে বের হয়ে আসার পর কোনো খোঁজ না পেয়ে তারা আশপাশ এলাকায় সৈকতকে খুঁজতে থাকে। মাইকিংও করা হয়। পরবর্তীতে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন।

এদিকে দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সৈকতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

এটিএম/

Exit mobile version