Site icon Jamuna Television

জ্বালানি সনদ চুক্তি দেশের স্বার্থ বিরোধী: ক্যাব

জ্বালানি সনদ চুক্তি দেশের স্বার্থ বিরোধী। এটি বাস্তবায়িত হলে কেবল জ্বালানি খাত নয়, পুরো রাষ্ট্রই ঝুকির মধ্যে পড়বে বলে আশঙ্কা করছে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলোদেশ (ক্যাব)।

বৃহস্পতিবার (৩০ জুন) সকালে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে গণমাধ্যমের সাথে সংলাপে জ্বালানি রুপান্তর নীতি এবং গ্যাস বিদ্যুৎ খাত সংস্কার প্রস্তাব শীর্ষক আলোচনায় বক্তারা জানান, এর মূল উদ্যোক্তা নেদারল্যান্ডও এটি থেকে বের হবার চেষ্টা করছে। তবে একবার স্বাক্ষর করলে এই চুক্তি থেকে বের হওয়া সহজ নয় উল্লেখ করে এটাকে জঙ্গলি সনদ বলে আখ্যা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তানজীমউদ্দীন আহমেদ।

সনদে স্বদেশি বিদেশি বাছ-বিচার না করে সবাইকে সুরক্ষা দেয়ার কথা বলা হয়েছে। তাতে বিদেশি কোম্পানিগুলোর কাছে রাষ্ট্র মূলত জিম্মি হয়ে পড়বে বলে আশঙ্কা করেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম। এ চুক্তিতে শেষ পর্যন্ত যাতে বাংলাদেশ স্বাক্ষর না করে, সেজন্য জনমত গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান তারা।

/এমএন

Exit mobile version