Site icon Jamuna Television

উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগণের জন্য হচ্ছে স্পেশালাইজড হাসপাতাল

ফাইল ছবি।

রোহিঙ্গা ও স্থানীয় জনগণের জন্য কক্সবাজারের উখিয়ায় চালু হচ্ছে স্পেশালাইজড হাসপাতাল। এর সেবাদান ও পরিচালনা সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপণা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্যমন্ত্রণালয় ও ইউএনএইচসিআর ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে। সাড়ে ১৭ হাজার বর্গফুটের হাসপাতালটিতে ৬০টি কক্ষ থাকছে। এখানে চোখ ও দাঁতের চিকিৎসা এবং অপারেশন সাপোর্ট পাবেন রোগীরা।

আগে হাসপাতালটি মালয়েশিয়ান ফিল্ড হাসপাতাল নামে চালু ছিল। তারা ছেড়ে যাওয়ায় সরকার প্রতিষ্ঠানটিকে বিশেষায়িত হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন ত্রাণ সচিব কামরুল হাসান।

/এডব্লিউ

Exit mobile version