Site icon Jamuna Television

মিয়াঁদাদ, আফ্রিদিদের সাথে পাকিস্তান ক্রিকেটের নয়া দায়িত্বে ড্যারেন স্যামি

ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আদলে চালু হচ্ছে পাকিস্তান জুনিয়র লিগ (পিজেএল)। পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের দক্ষতা বাড়াতেই আয়োজিত হবে এই টুর্নামেন্ট। আসরে মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি।

ছয় দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। তরুণ ক্রিকেটারদের উদ্বুদ্ধ করতে পিজেএলের ছয়টি দলের সাথেই একজন করে তারকা ক্রিকেটারকে মেন্টর হিসেবে রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদকে নিযুক্ত করা হয়েছে প্রধান মেন্টর হিসেবে। এছাড়া ড্যারেন স্যামি, শহীদ আফ্রিদি ও শোয়েব মালিককে নিয়োগ করা হয়েছে মেন্টর হিসেবে। যদিও বাকি তিনজন মেন্টরকে হবেন তা এখনও জানা যায়নি। কে কোন দলের সাথে কাজ করবেন এখন পর্যন্ত সেটিও নিশ্চিত করেনি পিসিবি। সবকিছু ঠিক থাকলে ১৫ অক্টোবর পর্দা উঠবে এই টুর্নামেন্টের।

আরও পড়ুন: মালয়েশিয়ার বিপক্ষে জয়ের আনন্দ দীর্ঘ হলো না ফুটবলার রিতুপর্ণার

জেডআই/

Exit mobile version