Site icon Jamuna Television

অনেকদিন পর সংসদে রওশনকে দেখে এগিয়ে গেলেন প্রধানমন্ত্রী

দীর্ঘদিন পর সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন রওশন এরশাদ। বেশকিছুদিন অসুস্থ ছিলেন তিনি। তাকে এতদিন পর সংসদে দেখে এগিয়ে গিয়ে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৯ জুন) বিকেল পৌনে ৫ টায় সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, এমপি। এর কিছুক্ষণ পরই অধিবেশন কক্ষে হাজির হন প্রধানমন্ত্রী। তিনি নিজের আসনে না গিয়ে সরাসরি রওশন এরশাদের আসনের সামনে চলে যান। এ সময় প্রধানমন্ত্রীর সাথে সাথে এগিয়ে যান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী ও জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটন।

উপস্থিত সংসদ সদস্যরা গণমাধ্যমকে জানিয়েছেন, এসময় প্রধানমন্ত্রী রওশনকে বলেন, শুনলাম আবার নাকি চিকিৎসার জন্য যাবেন। ভালো করে চিকিৎসা করিয়ে আসবেন। নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবেন। রওশন এরশাদও প্রধানমন্ত্রীর কাছে দোয়া চান।

/এডব্লিউ

Exit mobile version