Site icon Jamuna Television

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টোল আদায় শুরু, টোলের পরিমাণ দেখুন

আজ থেকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে শুরু হয়েছে টোল আদায়। মাওয়া প্রান্তে ধলেশ্বরী টোলপ্লাজায় দেখা দিয়েছে গাড়ির দীর্ঘ সারি। এতে ভোগান্তি পোহাতে হতে হচ্ছে যাত্রীদের।

গত রাত ১২টা থেকে এই এক্সপ্রেসওয়েতে টোল আদায় শুরু হয়। ৫৫ কিলোমিটার এক্সপ্রেসওয়েতে ৬টি স্থানে টোল আদায়ের পরিকল্পনা থাকলেও প্রথম দিনে কেরাণীগঞ্জের ধলেশ্বরী টোলপ্লাজা ও পদ্মা সেতুর ওপারে ভাঙ্গা টোলপ্লাজায় টোল আদায় করা হচ্ছে।

ঢাকা থেকে ভাঙ্গা ৫৫ কিলোমিটার এক্সপ্রেসওয়েতে ভারী ট্রাকের জন্য টোল নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৫ টাকা, মাঝারি ট্রাক ৫৫০ টাকা, মিনি ট্রাক ৪১৫ টাকা, বড় বাস ৪৯৫ টাকা, মিনি বাস ২৭৫ টাকা, মাইক্রোবাস ২২০ টাকা, প্রাইভেট কার ১৪০ টাকা ও মোটরসাইকেল ৩০ টাকা।

/এডব্লিউ

Exit mobile version