Site icon Jamuna Television

ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড

ছবি: সংগৃহীত

ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হলেন ইয়ার ল্যাপিড। বৃহস্পতিবার (৩০ জুন) মধ্য রাতে দেশটির ১৪তম প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, আগামী পহেলা নভেম্বরে ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসময় তিনি তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করবেন বলে জানা যায়। তবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনের কারণে তার মেয়াদকাল সংক্ষিপ্ত হতে পারে।

বিদায়ী প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সাথে ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে ল্যাপিড বলেন, আমরা একটি ইহুদি, গণতান্ত্রিক এবং শক্তিশালী রাষ্ট্র গঠনের জন্য যথাসাধ্য চেষ্টা করবো। কারণ এটিই আমাদের প্রধান লক্ষ্য।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টুইটারে ইয়ার ল্যাপিডকে টুইট করে অভিনন্দন জানান এবং বিদায়ী প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখায় ধন্যবাদ জ্ঞাপন করেন।

এটিএম/

Exit mobile version